বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সরদার সরফুদ্দিন সান্টু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সদস্য ও উজিরপুর উপজেলা সভাপতি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সান্টু বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজিতে উৎসাহিত করার মন্তব্য করেছেন।
উল্লেখযোগ্য, গত বছর ৫ আগস্টের পর দেশে ফেরেন সান্টু। এর আগে তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। তার অনুসারীদের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজি ও দখলের নানা অভিযোগ রয়েছে। নির্বাচনী এলাকায় আধিপত্য নিয়ে নেতাকর্মীদের সঙ্গে তার প্রকাশ্য বিরোধের ঘটনাও ঘটেছে।
ভিডিওতে সান্টু বলেন, “গত এক বছর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে, সেটা আমি তাদের করতে দিছি। কারণ গত ১৭ বছর নেতাকর্মীরা কিছু খায় নাই। অবস্থা কিন্তু ভালো না। দল ক্ষমতায় না এলে কিন্তু কিছু পাবেন না।”
বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির জুলাই মাসের ত্রিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া বিএনপির সহসভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার। তিনি মনে করেন, সান্টু মুখ ফসকে এসব কথা বলেছেন। তবে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা ভিডিওটি কাটপিস করে তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন।
বরিশাল-২ আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, “সান্টু একের পর এক বেফাঁস কথা বলে দলকে বিব্রতকর অবস্থায় ফেলছেন। এটি কোনো কাটপিস নয়।”
ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সান্টু কল ধরেননি। এর আগে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দুই উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে জড়িয়ে চাঞ্চল্যকর বক্তব্য দেন।

ডেস্ক রিপোর্ট 



















