জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাটির উপরে-নিচে ও সমুদ্রে বাংলাদেশের ভাণ্ডার প্রচুর হলেও নেতৃত্বে চরিত্রের অভাবে দেশ পুরোপুরি শান্তি ও সমৃদ্ধির দেখা পাচ্ছে না। সোমবার (রাত) ঢাকা-১৫ নির্বাচনি আসনের মিরপুর ১০ নম্বর এলাকায় কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত গণসংযোগ পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে। অনেক দল-শাসক এসেছে। ক্ষমতায় যাওয়ার আগে তারা জনগণের কাছে সুন্দর কথা বলে; কিন্তু ক্ষমতায় বসার পরই জনগণকে ভুলে যায়।” তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকা কয়েকজন ক্ষমতা ও সুযোগ নিয়ে মানুষের পকেটে হাত দেয়, লুটতরাজ ও চাঁদাবাজি করে দেশকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দেয় এবং লুটের টাকা বিদেশে পাচার করে।
জামায়াত আমির আরও বলেছেন, যারা জনগণের সঙ্গে প্রতারণা করে তারা পেটের দায়ে ভিক্ষুকদের চেয়েও নিচু স্তরের লোক। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, দুর্নীতির বিরুদ্ধে সমস্যা নিরসনের জন্য জামায়াত শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে এবং সমাজকে দুর্নীতিমুক্ত না করে থামবে না—ইনশাআল্লাহ।
পথসভায় স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আগামী দিনে দুর্নীতিবিরোধী আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে এই সমস্যা মোকাবিলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

ডেস্ক রিপোর্ট 



















