বিশ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। এতে অংশ নিতে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা ঢাকায় আসছেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আহাদ খান চিমা। আলোচনায় দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও ব্যাংকিং খাতের সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
সফরকালে আহাদ খান চিমা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ চা, পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক ও ইলেকট্রনিকস সামগ্রী শুল্ক ও কোটামুক্তভাবে আমদানির বিষয়ে পাকিস্তানের সহযোগিতা চাইবে।
উল্লেখ্য, জেইসির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়। এদিকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর আমন্ত্রণে শিগগিরই ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
জুলাইয়ের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি হবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানি মন্ত্রী পর্যায়ের চতুর্থ বৈঠক, যা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় নতুন গতি যোগ করবে।

ডেস্ক রিপোর্ট 



















