দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে মোট ১৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে ২৭ হাজার ৫২১ জন শিক্ষার্থী ভোট দেবেন ওএমআর ব্যালট পদ্ধতিতে।
সকালে সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে।
চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রার্থী লড়ছেন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্রদল, ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’, বাম সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘দ্রোহ পর্ষদ’, এবং ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’-এর মধ্যে। সোমবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন।

ডেস্ক রিপোর্ট 



















