রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে। টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। এরপর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।
নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা, মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৩টি পদে ৩০৫ জনসহ সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ৪৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯১৮ জন প্রার্থী। ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১, এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৫ জন।
প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে ৯টি ভবনে ৯৯০টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
ভোটারদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন—পরিচয়পত্র সঙ্গে রাখা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, এবং মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ।
ভোট গণনা হবে ৬টি ওএমআর মেশিনে এবং বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থানে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শন করা হবে। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

ডেস্ক রিপোর্ট 

























