চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। ভিপি ও জিএসসহ মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই বিজয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সম্প্রীতির শিক্ষার্থী জোটের মো. ইব্রাহিম হোসেন রনি সহ-সভাপতি (ভিপি) ও সাঈদ বিন হাবিব সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি জয় পেয়েছেন।
বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা করা হয় ওএমআর পদ্ধতিতে এবং ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার জানান, কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও সার্বিকভাবে নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
ভিপি পদে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট।
জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮,০৩১ ভোট, আর ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২,৭৩৪ ভোট।
এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান পেয়েছেন ৭,০১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সাজ্জাত হোসেন পেয়েছেন ৫,০৪৫ ভোট।
মোট ২৭,৫১৬ ভোটারের মধ্যে ১৭,৭১৭ জন ভোট দিয়েছেন, যা মোট ভোটের ৬৫ শতাংশ।

ডেস্ক রিপোর্ট 





















