নিউজিল্যান্ডের বাসিন্দা লরেন্স ওয়াটকিন্স ব্যক্তিগত দীর্ঘতম নামের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাব অর্জন করেছেন। তার নামের মধ্যে রয়েছে মোট ২,২৫৩টি অনন্য শব্দ, যা হাজার বছরের নামাঙ্কন ঐতিহ্যকেও ছাড়িয়ে গেছে।
১৯৯০ সালের মার্চে লরেন্স আইনত নিজের নাম পরিবর্তন করে ২,০০০-এরও বেশি মধ্যনাম যুক্ত করেন। এই অসাধারণ উদ্যোগের মাধ্যমেই তিনি বিশ্বের দীর্ঘতম ব্যক্তিগত নামের রেকর্ড গড়েন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি বলেন, “আমি সব সময়ই এমন অদ্ভুত রেকর্ডগুলোর প্রতি আকৃষ্ট ছিলাম। একদিন ভাবলাম, আমি নিজেও এমন একটি রেকর্ড করতে পারি। তাই বইয়ে চোখ বুলিয়ে দেখলাম কোথায় সুযোগ আছে, আর পেয়ে গেলাম নামের দৈর্ঘ্যে।”
সেই সময় সীমিত প্রযুক্তির কারণে পুরো প্রক্রিয়াটি ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নিজের নামের সম্পূর্ণ তালিকা টাইপ করতে তাকে কয়েকশো ডলার খরচ করতে হয়। প্রাথমিকভাবে জেলা আদালত আবেদন অনুমোদন করলেও পরে রেজিস্ট্রার জেনারেল তা প্রত্যাখ্যান করেন।

ডেস্ক রিপোর্ট 

























