দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত পৌনে নয়টায় ভোটগণনা শুরু হয়। প্রথমে ছেলেদের ও পরে মেয়েদের হলের ভোটগণনা চলছে।
মেয়েদের ৬ হলে ভিপি ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪ হাজার ২৫৭ ভোট, আর এজিএস পদে এস এম সালমান পেয়েছেন ২ হাজার ২৯৯ ভোট।
অন্যদিকে, জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, যিনি পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ২০৬ ভোট, শিবির–সমর্থিত জিএস প্রার্থী ফজলে ফাহিম রেজা পেয়েছেন ২ হাজার ২৪৯ ভোট এবং এজিএস পদে ছাত্রদল–সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট।

ডেস্ক রিপোর্ট 






















