জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “জুলাই সনদের সিদ্ধান্ত রাষ্ট্রের, তাই এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই।”
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিম্যাব) আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভ্যুথানের মধ্য দিয়ে রাষ্ট্রই সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এই জুলাই সনদ তৈরি করেছে।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, আগের তুলনায় এখন তিনি আরও স্থিতিশীল আছেন এবং খুব দ্রুতই বাসায় ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

ডেস্ক রিপোর্ট 



















