নাটোরের বড়াইগ্রামে জামায়াতের আয়োজন করা জনসভায় প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে এবং আঠারো কোটি মানুষের ৩৬ কোটি হাতকে শক্তিতে রূপান্তর করা হবে। কর্মসংস্থানের জন্য কল-কারখানা স্থাপন করা হবে এবং মা-বোনদের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। তিনি আরও বলেন, অমুসলিমরা সবচেয়ে ভালো অবস্থায় থাকবে।
রফিকুল ইসলাম জানান, আগামী নির্বাচনে দেশের জনগণ ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাবে। তিনি পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে সংসদ নির্বাচন দাবি করে বলেন, দেশের ৭২ শতাংশ মানুষ এই পদ্ধতি চাইছে। জালিয়াতি, সন্ত্রাস ও ব্যালট বাক্স ছিনতাই রোধ করতে পিআর পদ্ধতির বিকল্প নেই।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের নাগরিকদের সেবক হিসেবে কাজ করবে এবং দুর্নীতিমুক্ত উন্নত রাষ্ট্র গড়ে তোলা হবে। একজন মুসলিম যে অধিকার পাবে, অমুসলিমরাও সমান অধিকার ভোগ করবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা নেতারা এবং নাটোর-১ ও নাটোর-৩ আসনের এমপি প্রার্থীরা।

ডেস্ক রিপোর্ট 



















