নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সরকারি কলেজ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীও অংশ নেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন। বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী নেত্রকোনা-১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, পৌর শাখার সভাপতি মো. হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কলেজের এক সিনিয়র শিক্ষক নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে বলেন, সরকারি কলেজ মিলনায়তনে রাজনৈতিক দলের সভা করা ঠিক নয় এবং তিনি অনুমতির বিষয়ে অবগত নন। কলেজ প্রিন্সিপাল ফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানান, কলেজে রাজনৈতিক কোনো কর্মশালা চলার বিষয়টি তার জানা নেই, তবে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হলে প্রশাসন হস্তক্ষেপ করবে।

ডেস্ক রিপোর্ট 





















