ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে একের পর এক ভূমিকম্প, মাটির নিচে চলছে কী? টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু গুগল থেকে ছয় মাসের সমালোচনামূলক কনটেন্ট সরাতে ২৭৯ অনুরোধ অন্তর্বর্তী সরকারের বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান: জামায়াত আমির আমার কোনো দোষ নাই, আমি জানিও না জামায়াতের ওপর হামলা হয়েছে: বিএনপি নেতা হাবিব ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে হামলা, স্বেচ্ছাসেবক দলনেতাসহ ৩ জন গুলিবিদ্ধ বিদেশ থেকে ছুটিতে আসা বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতেই থানায় গেল যুবক অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি, বিদায়ী ভাষণ ১৪ ডিসেম্বর বাউল ইস্যুতে ফরহাদ মজহারকে মুরতাদ ঘোষণা হেফাজত নেতার ফার্মেসিতে পিস্তল উঁচিয়ে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি

‘দেশে পুরুষ অবহেলার চরম পর্যায়ে চলে গেছে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

এবার পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধের দাবি জানিয়ে রাজধানীতে সাইকেল র‍্যালি, পদযাত্রা ও আলোচনা সভা করেছে এইড ফর মেন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটি বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে তারা পুরুষদের প্রতি আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়। একইসঙ্গে পুরুষদের নিরাপত্তা ও মানবাধিকার সংকট নিয়ে বেশ কিছু দাবিও তুলে ধরে।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়ে নানা দাবি তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘দেশে পুরুষরা অবহেলার চরম পর্যায়ে চলে গেছে। অধিকার তো দূরের কথা, পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের কথা না থাকলে আমরা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেব না।

এদিকে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সংগঠনটির আলোচনা সভার মূল বিষয় ছিল ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’। এইড ফর মেন ফাউন্ডেশন মনে করে, বর্তমান সমাজে পুরুষেরা মিথ্যা অভিযোগ ও আইনি বৈষম্যের শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে।

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটির কর্মসূচির আন্তর্জাতিক মূল প্রতিপাদ্য ‘পুরুষ ও ছেলেদের সমর্থন করা’ হলেও বাংলাদেশে সংগঠনটির মূল দাবি হলো- ‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা’। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। সকাল ১০টার শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এ সময় সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকেই র‍্যালিতে অংশ নেন। শোভাযাত্রাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। এরপর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে একের পর এক ভূমিকম্প, মাটির নিচে চলছে কী?

‘দেশে পুরুষ অবহেলার চরম পর্যায়ে চলে গেছে’

আপডেট সময় ০২:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

এবার পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধের দাবি জানিয়ে রাজধানীতে সাইকেল র‍্যালি, পদযাত্রা ও আলোচনা সভা করেছে এইড ফর মেন ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দেশে পুরুষ অধিকার নিয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটি বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে তারা পুরুষদের প্রতি আইনি ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানায়। একইসঙ্গে পুরুষদের নিরাপত্তা ও মানবাধিকার সংকট নিয়ে বেশ কিছু দাবিও তুলে ধরে।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা পুরুষের ন্যায্য অধিকার ও মানবাধিকার রক্ষার ওপর জোর দিয়ে নানা দাবি তুলে ধরেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, ‘দেশে পুরুষরা অবহেলার চরম পর্যায়ে চলে গেছে। অধিকার তো দূরের কথা, পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। সামনে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে পুরুষের অধিকারের কথা না থাকলে আমরা ওই রাজনৈতিক দলগুলোকে ভোট দেব না।

এদিকে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে সংগঠনটির আলোচনা সভার মূল বিষয় ছিল ‘মিথ্যা অভিযোগ থেকে শারীরিক আক্রমণ: পুরুষের নিরাপত্তা ও মানবাধিকার সংকট’। এইড ফর মেন ফাউন্ডেশন মনে করে, বর্তমান সমাজে পুরুষেরা মিথ্যা অভিযোগ ও আইনি বৈষম্যের শিকার হচ্ছে, যা তাদের মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে।

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটির কর্মসূচির আন্তর্জাতিক মূল প্রতিপাদ্য ‘পুরুষ ও ছেলেদের সমর্থন করা’ হলেও বাংলাদেশে সংগঠনটির মূল দাবি হলো- ‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা’। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সকাল ৮টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সহযোগিতায় সাইকেল র‍্যালির উদ্বোধন করেন সাবেক সচিব পীরজাদা হারুন। সকাল ১০টার শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এ সময় সারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকেই র‍্যালিতে অংশ নেন। শোভাযাত্রাটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়। এরপর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।