চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মাঝে উন্মুক্তভাবে প্রায় পাঁচ হাজার পবিত্র কুরআন বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ঐশী বলেন, “আমি মুসলিম হলেও কুরআন পড়তে পারি না, এটা আমার দুর্বলতা। আজকের এ উদ্যোগের ফলে কুরআন পাওয়ার সুযোগ পেয়েছি।”
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা ফারিয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে অনেক সময় ধর্মীয় চর্চা থেকে দূরে সরে যাই। এ ধরনের কার্যক্রম আমাদের ধর্মীয় মূল্যবোধে ফিরে যেতে সাহায্য করবে।”
শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “চাকসু নির্বাচনের কারণে কর্মসূচিটি স্থগিত ছিল। নির্বাচন শেষে আজ আমরা তা সম্পন্ন করেছি। আমাদের লক্ষ্য—প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে কুরআন পৌঁছে দেওয়া।”
শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ জানান, গত বছরও তারা তিন হাজারের বেশি কুরআন বিতরণ করেছিলেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও কুরআন বিতরণ করা হবে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বলেন, “শিক্ষার্থীদের সাড়া ছিল উৎসাহব্যঞ্জক। গতকাল নোয়াখালীতে দারসুল কুরআন অনুষ্ঠানে হামলার প্রতিবাদস্বরূপও আজকের এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

ডেস্ক রিপোর্ট 

























