কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন চরপাথরঘাটা ফুটবল একাদশ

জে.জাহেদ চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নের ফুটবল একাদশের অংশ গ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর (অনূর্ধ্ব-১৭) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলার মেরিন ফিশারীজ একাডেমীর (বিএফডিসি) মাঠে ফাইনাল ম্যাচে ১নং (খ) চরপাথরঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ ও শিকলবাহা ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হন।

এতে প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধে ২( দুই) গোলে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে চরপাথরঘাটা ফুটবল একাদশ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব ফারুক চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেরিন একাডেমীর ক্যাপ্টেন মাসুদ আলম, কর্ণফুলী জোনের পুলিশ এসি জাহেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলি রনি,উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম হক ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চরপাথরঘাটা ফুটবল একাদশ। রানার্স আপ ট্রপি বিজয়ী দলকে ৫ হাজার টাকা পুরস্কার ও চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা পুরস্কারে ভুষিত করেন কর্ণফুলী প্রশাসন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন কর্ণফুলী ক্রীড়া সংস্থা।