বুখারি শরিফের শেষ সবক পড়াবেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানি

রাজধানী ঢাকার বিখ্যাত দুই ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা এবং জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আজরাবাদে হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি শরিফের শেষ সবক পড়াবেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানি।

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) বাদ মাগরিব বাংলাদেশ সফরে তিনি বারিধারায় বুখারি শরিফের শেষ সবক পড়াবেন। আর আগামীকাল ১২ মার্চ আজরাবাদে বুখারি শরিফের শেষ সবক পড়াবেন এবং ফারেগ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন।

খতমে বুখারির এ অনুষ্ঠানে শেষ সবক ও বিদায়ী ছাত্রদের পাগড়ি প্রদান করবেন দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী।

চলতি বছর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ২১৩ জন ছাত্র দাওরা হাদিস সমাপণ করে পাগড়ি নেবেন। ইফতা বিভাগ থেকে ৪৮ জন ও হেফজ বিভাগ থেকে ২৩ জন হাফেজে কুরআন ছাত্রকেও দেয়া হবে সম্মাননা পাগড়ি।

গত বছর করোনার কারণে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আজরাবাদে ফারেগ ছাত্রদের পাগড়ি দেয়া হয়নি। এবার একসঙ্গে দুই বছরের ফুযালাদের একসঙ্গে পাগড়ি প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুখারি শরিফের শেষ সবক, পাগড়ি প্রদান এবং দোয়া-মোনাজাত পরিচালনা করবেন খ্যাতিমান মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানি।