পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এবার এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বুশরা বরকত উল্লাহ বর্ষা নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ১ মে সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনার কুমারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বুশরা বরকত উল্লাহ বর্ষা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বরকত উল্লাহর মেয়ে।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে বুশরা দ্বিতীয়। ছোট থেকেই সে শান্ত স্বভাবের এবং মেধাবী ছিল। রোববার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা শেষে বুশরা সহপাঠীদের জানায়, তার পরীক্ষা ভালো হয়নি। সব প্রশ্নের উত্তর সে দিতে পারেনি।

বুশরার মা নুরুন্নাহার বরকতুল্লাহ বলেন, ‘সকালে যখন রান্না করছিলাম, বুশরা তখন ঘরেই ছিল। রান্নাঘর থেকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে ঘরে এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।’

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’