ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১ চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ ৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার খালি নির্বাচন নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন?: বিএনপিকে জামায়াত নেতা রফিকুল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল: ফ্রান্স ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে টিটন গাজী

জামালপুরে চাঁদাবাজির সময় নগদ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ শনিবার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক।
এর আগে গতকাল শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর মহল্লার স্থায়ী বাসিন্দা। তিনি জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন হাবিবুর রহমান। বিষয়টি নিয়ে নজরুল ইসলাম আতঙ্কিত হয়ে পড়েন এবং শেষমেশ জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশের সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকেই নগদ ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযান ও গ্রেফতারের পর শহরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। অনেকে জানান, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমানের বিরুদ্ধে গোপনে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ ছিল। তবে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে চাঁদাবাজ চক্রের এক সদস্য আইনের আওতায় এসেছে—এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “ভুক্তভোগীর সরাসরি অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে নামে যৌথবাহিনী। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির অর্থসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
ওসি আরও জানান, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর

জামালপুরে চাঁদাবাজির সময় নগদ টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

আপডেট সময় ১২:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ শনিবার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক।
এর আগে গতকাল শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর মহল্লার স্থায়ী বাসিন্দা। তিনি জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন হাবিবুর রহমান। বিষয়টি নিয়ে নজরুল ইসলাম আতঙ্কিত হয়ে পড়েন এবং শেষমেশ জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল এবং পুলিশের সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকেই নগদ ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযান ও গ্রেফতারের পর শহরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে। অনেকে জানান, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমানের বিরুদ্ধে গোপনে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগ ছিল। তবে কেউ মুখ খুলতে সাহস পেতেন না। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে চাঁদাবাজ চক্রের এক সদস্য আইনের আওতায় এসেছে—এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “ভুক্তভোগীর সরাসরি অভিযোগের ভিত্তিতে আমাদের পক্ষ থেকে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে নামে যৌথবাহিনী। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির অর্থসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
ওসি আরও জানান, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।