শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর এক অনুষ্ঠানে ছোট-সংখ্যক ‘গারো’ সম্প্রদায়ের অধিবাসীদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, তাঁর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ঘোষিত ৩১-দফায় স্পষ্টভাবেই উল্লেখ করেছেন যে, এখানে সমস্ত সম্প্রদায় অন্তর্ভুক্ত থাকবে — যেখানে তারা অবদান রাখতে সক্ষম হবে।
ফখরুল মনে করিয়ে দেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনায় হবে।

ডেস্ক রিপোর্ট 



















