বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ অক্টোবর) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আশা করি, নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। খুব শিগগির নির্ধারিত তারিখ জানিয়ে দেওয়া হবে।”
তারেক রহমানের সম্ভাব্য সংসদীয় আসন প্রসঙ্গে তিনি জানান, দেশের যেকোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারবেন এবং অবশ্যই নির্বাচনে অংশ নেবেন।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কি না—এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন তিনি। তবে দল চায়, তিনি নির্বাচনে অংশ নিন।
তিনি আরও জানান, এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে এবং মনোনয়ন না পাওয়া নেতাদের মূল্যায়নের ব্যবস্থাও থাকবে।
জোট গঠন নিয়ে তিনি বলেন, সব দলের সঙ্গেই আলোচনা চলছে, এনসিপির সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
আরপিও সংশোধনী নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, এতে ছোট দলগুলো নিরুৎসাহিত হবে এবং বড় নেতারা সুযোগ হারাবেন। সংশোধনী পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নির্বাচনী কমিশনে বিএনপি আনুষ্ঠানিক চিঠি দেবে।

ডেস্ক রিপোর্ট 






















