ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা নাটোরে জামায়াতে যোগ দিলেন বিএনপি-জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী বরিশালে জামায়াত নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু বিএনপির পাঁচ নেতাকে সব পদ থেকে বহিষ্কার ‘ফজু পাগলা’ উপাধিতে গর্বিত বিএনপি প্রার্থী ফজলুর রহমান: বলেন, আমার জন্য সারা দেশের মানুষ পাগল গৌরীপুরে সংঘর্ষের জেরে বিএনপির ৫ নেতা বহিষ্কার জিয়া পরিবারের আদর্শ ধরে রাখতে জীবন দিতেও পিছু হটবো না: এস এম জাহাঙ্গীর শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে এনসিপি: জনগণের রাজনীতি গড়ে তুলতে আহ্বান নাহিদ ইসলামের গৌরীপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ৪০

জামায়াত রক্ত দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে: শামীম সাঈদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইসলামি ইনসাফ প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী বালিকা বিদ্যালয় মিলনায়তনে পরশুরাম ও ফুলগাজী উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

 

 

শামীম সাঈদী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। আমরা ব্যালট বাক্স ছিনতাই, রাতের ভোট বা কেন্দ্র দখলের নির্বাচন চাই না। জনগণের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ভোট চাই। কৃষক যেমন মাঠে ঘাম ঝরিয়ে ফসল ফলায়, তেমনি জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইসলামি ইনসাফ প্রতিষ্ঠা করবে।

 

তিনি বলেন, আওয়ামী লীগ ইসলামের পতাকা নিশ্চিহ্ন করতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা কার্যালয় পর্যন্ত হামলা-ভাঙচুর চালিয়ে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তারা জামায়াতের প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা এটিএম ইউছুফ, মাওলানা আজহার, কাদের মোল্লা ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অসংখ্য নেতাকে বিচারের নামে অবিচার করেছে। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের বিচারের নামে অবিচার করা হয়েছে, আজ সেই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে।

 

এই জামায়াত নেতা বলেন, আমার বাবা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন। অন্যায় ও নিপীড়নের মধ্যেও তিনি ইসলামী আদর্শে অটল ছিলেন। আমরা তার আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করবো।

 

এসময় ফেনী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনের পক্ষে ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট প্রার্থনার আহ্বান জানান শামীম সাঈদী।

 

জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও ফুলগাজী উপজেলা জামায়াতের আমির মো. জামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

 

সমাবেশে আরও বক্তব্য দেন- পরশুরাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম, জামায়াত মনোনীত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামছুল হক, পরশুরাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এমদাদ হোসেন ও ফুলগাজী ইউনিয়ন জামায়াতের আমির মো. আবুল কালাম শামীম প্রমুখ। এ সময় ওলামা, স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে খোকসা যুব সংঘের কমিটি গঠন: সভাপতি হামিদুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা

জামায়াত রক্ত দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে: শামীম সাঈদী

আপডেট সময় ০১:৩০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইসলামি ইনসাফ প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী বালিকা বিদ্যালয় মিলনায়তনে পরশুরাম ও ফুলগাজী উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

 

 

শামীম সাঈদী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। আমরা ব্যালট বাক্স ছিনতাই, রাতের ভোট বা কেন্দ্র দখলের নির্বাচন চাই না। জনগণের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ভোট চাই। কৃষক যেমন মাঠে ঘাম ঝরিয়ে ফসল ফলায়, তেমনি জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইসলামি ইনসাফ প্রতিষ্ঠা করবে।

 

তিনি বলেন, আওয়ামী লীগ ইসলামের পতাকা নিশ্চিহ্ন করতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা কার্যালয় পর্যন্ত হামলা-ভাঙচুর চালিয়ে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তারা জামায়াতের প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা এটিএম ইউছুফ, মাওলানা আজহার, কাদের মোল্লা ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অসংখ্য নেতাকে বিচারের নামে অবিচার করেছে। যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের বিচারের নামে অবিচার করা হয়েছে, আজ সেই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে।

 

এই জামায়াত নেতা বলেন, আমার বাবা শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদী ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন। অন্যায় ও নিপীড়নের মধ্যেও তিনি ইসলামী আদর্শে অটল ছিলেন। আমরা তার আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করবো।

 

এসময় ফেনী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিনের পক্ষে ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট প্রার্থনার আহ্বান জানান শামীম সাঈদী।

 

জেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও ফুলগাজী উপজেলা জামায়াতের আমির মো. জামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান।

 

সমাবেশে আরও বক্তব্য দেন- পরশুরাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম, জামায়াত মনোনীত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামছুল হক, পরশুরাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এমদাদ হোসেন ও ফুলগাজী ইউনিয়ন জামায়াতের আমির মো. আবুল কালাম শামীম প্রমুখ। এ সময় ওলামা, স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।