আল ইমরান মনু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গাজী মিজানুর রহমানকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে।
গত ১৬ জুন, সোমবার অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪রিপোর্ট-এ “যমুনায় মাছ ধরতে মাসোহারা দিতে হয় চৌহালী নৌ-পুলিশের ওসিকে” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এতে যমুনা নদীতে মাছ ধরতে জেলেদের কাছ থেকে মাসোহারা নেয়ার অভিযোগ উঠে আসে আইসি গাজী মিজানের বিরুদ্ধে।
সংবাদটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে তদন্তের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবির আকন্দকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে, ২৬ জুন বৃহস্পতিবার নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মাসুমা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে গাজী মিজানুর রহমানকে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বরিসুর নৌ-পুলিশ ফাঁড়িতে (ঢাকা অঞ্চল) বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে চৌহালী উপজেলাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের প্রশংসা করেন।