রাজধানীতে সিএনজি অটোরিকশার চালকের বেশ ধরে ছিনতাইকারীরা রাতের আঁধারে যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছে। সাম্প্রতিক এমন এক ঘটনায় ১৭ বছরের এক কিশোরী গুরুতর আহত হয়েছেন। র্যাবের হাতে ধরা পড়া ছিনতাইকারী এনায়েত হোসেন রবিনের স্বীকারোক্তিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
গত ২১ সেপ্টেম্বর ভোরে কাওলায় কিশোরী আনিকাকে সিএনজিতে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। শুধু তাই নয়, তাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ভুক্তভোগীর হাতে পড়ে ২৬টি সেলাই, দুই দিন আইসিইউতে লড়াইয়ের পর তিনি কিছুটা সুস্থ হয়েছেন।
ঘটনার পর মামলা দায়ের করলে র্যাব তদন্তে নামে। সিসিটিভি না থাকলেও ভুক্তভোগীর তোলা অস্পষ্ট সিএনজির ছবি থেকে সূত্র ধরে উত্তরা থেকে সবুজবাগ রুটে টানা নজরদারি চালানো হয়। শেষ পর্যন্ত মহাখালী থেকে সিএনজিসহ গ্রেফতার করা হয় রবিনকে।
র্যাব জানায়, গভীর রাতে বিশেষ করে বিমানবন্দর এলাকায় প্রবাসী যাত্রীদের টার্গেট করে এ ধরনের চক্র সক্রিয় থাকে। শুধু উত্তরা-কাওলা বা এয়ারপোর্ট রোড নয়, রাজধানীর তিনশ ফিটসহ আরও কয়েকটি এলাকায় চালকের বেশে ছিনতাইকারীরা সক্রিয়।
র্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার জানান, অভিযুক্ত রবিন অপরাধের কথা স্বীকার করেছে। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাতের বেলায় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে গাড়ির ছবি তুলে স্বজনদের কাছে পাঠানো নিরাপত্তার জন্য জরুরি।