রাজধানীর গুলশানে ফজলে রাব্বি পার্কের পাশে উসকানিমূলক স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২০ জন এবং যুবদলের এক কর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে পাঠানো আসামিদের মধ্যে শাহিন নামে এক যুবদল কর্মীর কথা আদালতকে জানান তার আইনজীবী।
২১ অক্টোবর সকালে গুলশান-১ নম্বর এলাকার ফজলে রাব্বি পার্কসংলগ্ন সড়কে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ তাদের আটক করে। পরে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পরিদর্শক আব্দুল গোফরান তাদের বিরুদ্ধে মামলা করেন এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষে সহকারী প্রসিকিউটর হারুন অর রশীদ বলেন, আসামিরা বিভিন্ন স্থানে মিছিল ও ককটেল বিস্ফোরণে যুক্ত এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।
অন্যদিকে আসামিদের আইনজীবীরা অভিযোগ ভিত্তিহীন দাবি করে জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। তবে শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
গ্রেপ্তার শাহিন আদালত থেকে বের হওয়ার সময় বলেন, “আমি যুবদলের রাজনীতি করি। মেয়ে মাদ্রাসায় পড়ানোর জন্য ঢাকায় এসেছি। কোনো অপরাধ করি নাই।”
তার স্ত্রী সালমা আক্তারও দাবি করেন—“স্বামী নির্দোষ, তাকে মুক্তি দেওয়া হোক।”

ডেস্ক রিপোর্ট 





















