ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি: অভিযোগ তারেকের সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু হাসিনাকে প্রমোট করতে ভারত সর্বশক্তি ব্যবহার করছে: দাবি রনির মঞ্জু ভাই টাচ করে কথা বলা পছন্দ করতেন, শোল্ডার- হাতে ধরতো: বিস্ফোরক মন্তব্য সাবেক অধিনায়কের সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন মিজানুর রহমান আজহারী আরিফিন শুভর রাজউকের ১০ কাঠার প্লট ফিরিয়ে দিতে বললেন পরিচালক শেখ হাসিনা ও আ. লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে: প্রেসসচিব দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে জমকালো কাওয়ালি সন্ধ্যা

গুলশানে গাড়ি ভাঙচুরের মামলায় আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২০ নেতা-কর্মী ও যুবদল কর্মীর ৩ দিনের রিমান্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

রাজধানীর গুলশানে ফজলে রাব্বি পার্কের পাশে উসকানিমূলক স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২০ জন এবং যুবদলের এক কর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে পাঠানো আসামিদের মধ্যে শাহিন নামে এক যুবদল কর্মীর কথা আদালতকে জানান তার আইনজীবী।

২১ অক্টোবর সকালে গুলশান-১ নম্বর এলাকার ফজলে রাব্বি পার্কসংলগ্ন সড়কে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ তাদের আটক করে। পরে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পরিদর্শক আব্দুল গোফরান তাদের বিরুদ্ধে মামলা করেন এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে সহকারী প্রসিকিউটর হারুন অর রশীদ বলেন, আসামিরা বিভিন্ন স্থানে মিছিল ও ককটেল বিস্ফোরণে যুক্ত এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

অন্যদিকে আসামিদের আইনজীবীরা অভিযোগ ভিত্তিহীন দাবি করে জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। তবে শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

গ্রেপ্তার শাহিন আদালত থেকে বের হওয়ার সময় বলেন, “আমি যুবদলের রাজনীতি করি। মেয়ে মাদ্রাসায় পড়ানোর জন্য ঢাকায় এসেছি। কোনো অপরাধ করি নাই।”
তার স্ত্রী সালমা আক্তারও দাবি করেন—“স্বামী নির্দোষ, তাকে মুক্তি দেওয়া হোক।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি: অভিযোগ তারেকের

গুলশানে গাড়ি ভাঙচুরের মামলায় আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ২০ নেতা-কর্মী ও যুবদল কর্মীর ৩ দিনের রিমান্ড

আপডেট সময় ১০:০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

 

রাজধানীর গুলশানে ফজলে রাব্বি পার্কের পাশে উসকানিমূলক স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২০ জন এবং যুবদলের এক কর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে পাঠানো আসামিদের মধ্যে শাহিন নামে এক যুবদল কর্মীর কথা আদালতকে জানান তার আইনজীবী।

২১ অক্টোবর সকালে গুলশান-১ নম্বর এলাকার ফজলে রাব্বি পার্কসংলগ্ন সড়কে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ তাদের আটক করে। পরে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পরিদর্শক আব্দুল গোফরান তাদের বিরুদ্ধে মামলা করেন এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে সহকারী প্রসিকিউটর হারুন অর রশীদ বলেন, আসামিরা বিভিন্ন স্থানে মিছিল ও ককটেল বিস্ফোরণে যুক্ত এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।

অন্যদিকে আসামিদের আইনজীবীরা অভিযোগ ভিত্তিহীন দাবি করে জামিন আবেদন করেন এবং রিমান্ড বাতিলের আবেদন জানান। তবে শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

গ্রেপ্তার শাহিন আদালত থেকে বের হওয়ার সময় বলেন, “আমি যুবদলের রাজনীতি করি। মেয়ে মাদ্রাসায় পড়ানোর জন্য ঢাকায় এসেছি। কোনো অপরাধ করি নাই।”
তার স্ত্রী সালমা আক্তারও দাবি করেন—“স্বামী নির্দোষ, তাকে মুক্তি দেওয়া হোক।”