দশ বছরের সংসার ও দুই সন্তান রেখে স্ত্রীর পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর অভিমানে হেলিকপ্টারে নতুন স্ত্রীকে ঘরে আনলেন স্বামী। এ ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, সার্ভেয়ার কামাল হোসেনের সঙ্গে সাথী আক্তারের বিয়ে হয়েছিল ১০ বছর আগে। সংসারে তাদের রয়েছে দুটি কন্যা সন্তান। কিন্তু চলতি বছরের ১০ আগস্ট হঠাৎই দুই সন্তান রেখে এক বিবাহিত প্রেমিকের হাত ধরে পালিয়ে যান সাথী।
এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হলেও জেদের বশে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন কামাল। এরপর পরিবারের সম্মতিতে আবারও বিয়ে করেন তিনি। আর নতুন বউকে আনতে ভাড়া করেন একটি হেলিকপ্টার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের চমকে দিয়ে হেলিকপ্টারে চড়ে কামাল তাঁর ছোট মেয়েকে সঙ্গে নিয়ে নতুন স্ত্রীকে আনেন নিজ গ্রামে। এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ভিড় করেন পুরো এলাকায়।
ঘটনা প্রসঙ্গে কামাল বলেন, “আমার কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎ করেই স্ত্রী চলে যায়। পরে জানতে পারি সে মুন্না নামে এক ছেলের সঙ্গে পালিয়েছে এবং আমাকে তালাকও দিয়েছে। আমার সন্তানদের কথা ভেবে আমি নতুনভাবে জীবন শুরু করেছি। নতুন স্ত্রী সবকিছু জেনে-শুনেই বিয়ে করেছেন এবং আমার সন্তানদের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।”
তিনি আরও বলেন, “এই বিয়েটা শুধু আমার নয়, সমাজে একটা বার্তাও দিতে চেয়েছি — পুরুষের জীবনও থেমে থাকে না। তাই চমক দিতে হেলিকপ্টারেই নতুন বউ আনলাম।”
গ্রামজুড়ে চমক ও আলোচনা
স্থানীয় বাসিন্দা বিপু মাদবর বলেন, “পুরনো স্ত্রী পালিয়ে যাওয়ার পর কামাল হেলিকপ্টারে করে নতুন বউ এনেছেন। এমন বিয়ে এই এলাকায় আগে কখনও দেখা যায়নি।”
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ডিএসবি মনোরঞ্জন জানান, “বিয়ের আয়োজনে শান্তিপূর্ণভাবে হেলিকপ্টার অবতরণ করেছে। এটি কামালের দ্বিতীয় বিয়ে।”