ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ইসরায়েলি হাসপাতালে ইরানের ক্লাস্টার বোমা! নেতানিয়াহুর হুংকার, ‘চড়া মূল্য দিতে হবে’ ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র-ড্রোন বৃষ্টি চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইরানের হামলায় আতঙ্ক, দেশ ছাড়তে সিনাইয়ে ইসরায়েলিদের ভিড় ছয় দিনের যুদ্ধ বনাম সাত দিনের প্রতিরোধ: ‘এইবার নয়’—ইতিহাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান? ‘কেউই রেহাই পাবে না’: খামেনিকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত নেতানিয়াহুর ‘ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি’: তাসনিম নিউজ তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন: দুদু ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি ছারছীনা পীরের আহ্বান

ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করছে আয়ারল্যান্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলাকে যুদ্ধাপরাধ ও গণহত্যা অভিহিত করে দেশটির কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করার জন্য আইন পাস করতে যাচ্ছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ড যদি এ ধরনের পদক্ষেপ নেয়, সেটি ইউরোপীয় দেশের মধ্যে প্রথম কোনো দেশ হতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, তারা দখলদার ইসরাইলে অবস্থিত ইহুদিবাদী কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য আইন পাস করতে চাইছে।

আয়ারল্যান্ডের এই প্রভাবশালী মন্ত্রী আরও বলেন, আশা করা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কমিটি আসন্ন মাস অর্থাৎ জুন মাসেই এই বিলটির নানা দিক পর্যালোচনার কাজ শুরু করবে। গাজায় ইসরাইলি অবরোধের কারণে শিশুদের অনাহারে থাকা এবং খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেছেন হ্যারিস। তিনি বলেন, আয়ারল্যান্ডের ট্রাকসহ বহু ত্রাণবাহী ট্রাক অবরোধের কারণে ৮০ দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে।

ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ ইসরাইলের সঙ্গে বাণিজ্য পর্যালোচনা করতে সম্মত হওয়ার কয়েকদিন পর হ্যারিসের এই ঘোষণা এল। গাজায় ইসরাইলের আচরণকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘গণহত্যামূলক কার্যকলাপ’ অভিহিত করে আইরিশ উপ-প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনার চেয়েও বেশি কিছু করা দরকার। এটি স্থগিত করা দরকার, কারণ তাদের সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবসা করা সম্ভব নয়।

এদিকে বিশ্ব সম্প্রদায় গাজায় ইসরাইলের আগ্রাসন থামাতে কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে তিনি আরও বলেন, এটি একেবারে স্পষ্ট যে বিশ্বকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ব্রিটেনের পর ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করছে আয়ারল্যান্ড

আপডেট সময় ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

এবার ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলাকে যুদ্ধাপরাধ ও গণহত্যা অভিহিত করে দেশটির কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করার জন্য আইন পাস করতে যাচ্ছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ড যদি এ ধরনের পদক্ষেপ নেয়, সেটি ইউরোপীয় দেশের মধ্যে প্রথম কোনো দেশ হতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, তারা দখলদার ইসরাইলে অবস্থিত ইহুদিবাদী কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য আইন পাস করতে চাইছে।

আয়ারল্যান্ডের এই প্রভাবশালী মন্ত্রী আরও বলেন, আশা করা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কমিটি আসন্ন মাস অর্থাৎ জুন মাসেই এই বিলটির নানা দিক পর্যালোচনার কাজ শুরু করবে। গাজায় ইসরাইলি অবরোধের কারণে শিশুদের অনাহারে থাকা এবং খাদ্যকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেছেন হ্যারিস। তিনি বলেন, আয়ারল্যান্ডের ট্রাকসহ বহু ত্রাণবাহী ট্রাক অবরোধের কারণে ৮০ দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে।

ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ ইসরাইলের সঙ্গে বাণিজ্য পর্যালোচনা করতে সম্মত হওয়ার কয়েকদিন পর হ্যারিসের এই ঘোষণা এল। গাজায় ইসরাইলের আচরণকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘গণহত্যামূলক কার্যকলাপ’ অভিহিত করে আইরিশ উপ-প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনার চেয়েও বেশি কিছু করা দরকার। এটি স্থগিত করা দরকার, কারণ তাদের সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবসা করা সম্ভব নয়।

এদিকে বিশ্ব সম্প্রদায় গাজায় ইসরাইলের আগ্রাসন থামাতে কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে তিনি আরও বলেন, এটি একেবারে স্পষ্ট যে বিশ্বকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।