ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। তিনি বলেন, “ছোটখাটো নয়, বড় ধরনের আক্রমণ আসতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। যত ঝড়ঝাপ্টাই আসুক, আমাদের তা অতিক্রম করতেই হবে।”
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি-সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অপপ্রচার চালানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে। “অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা থামাতে হবে, যেন ছড়াতে না পারে”—জোর দিয়ে বলেন তিনি।
আগামী নির্বাচনকে উৎসবমুখর করতে মানুষের কাছে আরও ব্যাপকভাবে তথ্য পৌঁছে দেওয়ার পরামর্শও দেন প্রধান উপদেষ্টা। ভোটের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রের আচরণবিধি ও বিশৃঙ্খল পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ বিষয়ে তিনি নির্দেশনা দিয়ে বলেন, ইসি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দ্রুত আরও টিভিসি, ডকুমেন্টারি ও তথ্যবহুল ভিডিও তৈরি করে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে, যাতে জনগণ নিজ নিজভাবে প্রস্তুত হতে পারে।

ডেস্ক রিপোর্ট 



















