বুধবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সরকারি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-র মাঠ প্রশাসনে (যেমন ডিসি, এডিসি, ইউএনও ও বিচারিক দায়িত্বে থাকা কর্মকর্তাদের) যেসব কর্মকর্তা গত তিনটি নির্বাচনে যুক্ত ছিলেন বা ন্যূনতম ভূমিকা রয়েছে, তাদের পদায়ন করা যাবেনা।
এছাড়া পদায়নের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর ওপর বিশেষ নজর দেওয়া হবে:
- কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা
- শারীরিক যোগ্যতা ও কর্মদক্ষতা
- গণমাধ্যমে তার বিরুদ্ধে অনিয়মের প্রতিবেদন আছে কি-না
- নিজ জেলা বা শ্বশুরবাড়ির এলাকার মাঠ প্রশাসনে নিয়োগ দেওয়া হবে না
- কর্মকর্তার আত্মীয়স্বজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি-না
সভায় আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ নিয়োগেও একই নীতিমালা অনুসরণ করা হবে। সব ৬৪ জেলার জন্য এসপি তালিকা তৈরি করা হয়েছে। সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, মাঠে মোতায়েন থাকবে প্রায় ৯০ হাজার সেনা ও ২ হাজার নৌবাহিনী সদস্য। প্রতিটি জেলায় এক কোম্পানি সেনা থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















