যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাকিব আল হাসানকে আর কখনো বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, সাকিব আষ্টেপৃষ্ঠে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং এ কারণে তাঁকে জাতীয় পতাকা বা জার্সির পরিচয় বহন করতে দেওয়া যাবে না। এর আগে বোর্ড কর্তৃপক্ষকে সাকিবের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বলা হলেও তিনি তা করেননি বলেও অভিযোগ তোলেন আসিফ।
বিতর্কের সূত্রপাত হয় সাকিবের একটি ফেসবুক পোস্টকে ঘিরে, যেখানে তিনি শেখ হাসিনার সঙ্গে ছবি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ প্রসঙ্গে সাকিব প্রতিক্রিয়ায় লিখেছেন, অবশেষে স্বীকার করা হলো যে তাঁর জন্য বাংলাদেশের জার্সি গায়ে খেলার সুযোগ আর থাকছে না। তিনি আরও বলেন, কোনো একদিন হয়তো মাতৃভূমিতে ফিরবেন, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন।

ডেস্ক রিপোর্ট 





















