ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা অনৈতিক কাজে জড়িতদের ঠাঁই নেই। চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অপকর্মে জড়িতরা যেই দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার কর্মীও এমন কাজে জড়িত থাকে, তবে তাকে পুলিশে সোপর্দ করবেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সবাইকে সমান চোখে দেখে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবেন, যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে।
নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, সালথায় উন্নয়ন করতে হলে অপকর্ম, চাঁদাবাজি, দলখবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকবো। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত আরও ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।
রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিকশাচালক আউয়াল মারা যান।
হায়দার আলী সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
নিহত আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল। প্রকাশ্যে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন, প্রাণ গেল রিকশাচালকের
তিনি বলেন, গত রাতে এক পথচারী তাদের ফোন দিয়ে জানান, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রিকশাচালক আউয়াল মারা যান। হায়দার আলী
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি।
নিহত আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল। প্রকাশ্যে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন, প্রাণ গেল রিকশাচালকের তিনি বলেন, গত রাতে এক পথচারী তাদের ফোন দিয়ে জানান, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেস্ক রিপোর্ট 

























