বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় আহত হয়েছেন। বাঁ পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে। দুপুরে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় গিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। সেখান থেকে ঢাকায় ফেরার পর শান্তিনগরে নিজের চেম্বারে যাওয়ার পথে রোড ডিভাইডার পার হওয়ার সময় এক যুবকের পায়ের ওপর চাপ পড়ে তার বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে।
পরবর্তীতে এমআরআই ও এক্স-রে করার পর লিগামেন্ট ফাইবারে সমস্যা ধরা পড়ে। জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর) অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছেন, অন্তত ৩ থেকে ৭ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।
ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগে তার তত্ত্বাবধানে বেশ কয়েকজন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে অনেকের অপারেশনের তারিখও নির্ধারিত ছিল। তিনি রোগীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে নিজের সুস্থতার জন্য দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।

ডেস্ক রিপোর্ট 




















