ফরিদপুরে নিজের বিউটি পার্লার থেকে শান্তা ইসলাম (৩৩) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর শহরের অনাথের মোড়-সংলগ্ন সাজের মায়া ভবনে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ভেতরের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শান্তা ইসলাম জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ুম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মৃত কানু মোল্লার মেয়ে। শহরের অনাথের মোড় এলাকায় সাজের মায়া ভবনের নিচতলায় ‘ইয়াং লাইফ বিউটি পার্লার অ্যান্ড লেজার সেন্টার’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ২০ জনের অধিক কর্মচারী কাজ করেন।
শান্তার ভাই রাজিব মোল্লা বলেন, শহরের টেপাখোলা এলাকার আকিদুল ইসলাম ওরফে রুমন নামে এক ব্যক্তির সঙ্গে শান্তার বিয়ে হলেও ২০২০ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের সারা ইসলাম নামে ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বলেন, আজ ভোরে আমার ভাগ্নি ফোন করে জানায়, মা আর নেই।

ডেস্ক রিপোর্ট 

























