বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ, এমনকি মারা গেছেন—এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে। অনেকেই ফটোকার্ড ও শোকবার্তা শেয়ার করেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব তথ্যকে ‘অসত্য, বিভ্রান্তিকর ও পরিকল্পিত গুজব’ বলে বর্ণনা করা হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে, যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয়—দিল্লির সামরিক হাসপাতালে শেখ হাসিনা মারা গেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে তৈরি একটি ভুয়া শোকবার্তাও প্রচার করা হয়, যাতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সংযুক্ত ছিল।
পরে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ওই তথাকথিত শোকবার্তাটি ভুয়া এবং সম্পূর্ণ ভিত্তিহীন। দলটির নেতারা আরও জানান, গুজব ছড়ানোর সময় শেখ হাসিনা নিজেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালভাবে বক্তব্য দিচ্ছিলেন।

ডেস্ক রিপোর্ট 



















