বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) নিরপেক্ষ নিয়োগব্যবস্থার প্রস্তাবনায় বিএনপির ‘না’-কে ‘হ্যাঁ’-তে পরিণত করবে জনগণ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সাদ্দাম বলেন, “বিএনপির ‘না’ বলা অত্যন্ত দুঃখজনক। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে। ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি, কীভাবে ছাত্রলীগকে ভাইভার মাধ্যমে বাছাই করে নম্বর বাড়িয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির শাসনামলেও নিয়োগব্যবস্থা স্বচ্ছ ছিল না। “২৭তম বিসিএসে একটি নির্দিষ্ট কলেজ থেকে প্রায় ২৫ জন এএসপি নিয়োগ পাওয়া জঘন্য অনিয়মের উদাহরণ,” বলেন তিনি।
জুলাই সনদে নিরপেক্ষ নিয়োগব্যবস্থার বিরোধিতা করে বিএনপি শিক্ষার্থীদের উদ্বিগ্ন করে তুলেছে উল্লেখ করে শিবির সেক্রেটারি বলেন, “ক্ষমতায় আসার আগেই বিএনপি নেতাদের বক্তব্য—‘রিটেন পাশ করো, ভাইভা আমি দেখব’—পূর্বের রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতদুষ্ট নিয়োগব্যবস্থা ফিরিয়ে আনারই ইঙ্গিত।”
সংস্কার কমিশনের পিএসসি সংক্রান্ত সুপারিশে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, যা নিরপেক্ষ নিয়োগব্যবস্থার প্রতি তাদের অনীহাকে প্রকাশ করে বলে মন্তব্য করেন তিনি।
সাদ্দাম বলেন, “যে অধিকার আমাদের—স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ—সেটি কেড়ে নিয়ে বেকার ভাতা দিয়ে কী হবে? জনগণ বিএনপির এই ‘না’-কে ‘হ্যাঁ’-তে পরিণত করবে, ইনশাআল্লাহ।”

ডেস্ক রিপোর্ট 



















