রায়েরবাজার কবরস্থানে শায়িত জুলাই শহীদদের পরিচয় শনাক্তের জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, রায়েরবাজার কবরস্থানে বেশ কয়েকজন জুলাই শহীদকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চললেও এখন তা আন্তর্জাতিকভাবে সম্পন্ন করা হবে।
প্রেস সচিব বলেন, “ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করাবো, তারা সরাসরি এসে কাজ করবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে—তাদের পরিচয় নির্ধারণ একটি বড় ইস্যু।”
তিনি আরও জানান, ১৯৮৪ সালের বননীতি পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নতুন নীতিতে কোনও বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগানো যাবে না। পাশাপাশি কাঠ আমদানির পরিমাণ বাড়ানো হবে, যাতে দেশের প্রাকৃতিক বনাঞ্চলের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

ডেস্ক রিপোর্ট 



















