ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন চাই এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আমরা তার সঙ্গে একমত। আমরা সেই নির্বাচনে অংশ নিতে চাই।”
তিনি অভিযোগ করেন, “দুঃখজনকভাবে একটি মহল এখন সেই নির্বাচন বানচাল করতে এবং বিলম্বিত করতে সক্রিয় হয়েছে। তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করছে।”
নির্বাচনের আগে আলাদা কোনো গণভোটের সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুটি ব্যালট থাকবে—একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য। তাই এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন।”
তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার গঠিত হোক—এটাই আমাদের লক্ষ্য। আমরা আমাদের মিত্রদের সঙ্গে নিয়েই জাতীয় সরকার গঠন করবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাইফুল হক প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 

























