ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে ভোলার নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীরের মনোনয়নের পক্ষে দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। একই সময়ে নতুন বাজারে জেলা বিজেপি কার্যালয়ের সামনে দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর পক্ষে সমর্থকেরা স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের দিকে এগিয়ে গেলে বিজেপি কর্মীরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন এবং জেলা বিজেপির কার্যালয়ের কিছু অংশ ভাঙচুর করা হয়।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ অভিযোগ করে বলেন, “আমরা আন্দালিব রহমান পার্থর পক্ষে র্যালির প্রস্তুতি নিচ্ছিলাম। বিএনপি নেতাকর্মীরা হঠাৎ আমাদের ওপর হামলা করে এবং অফিস ভাঙচুর করে। এতে আমাদের প্রায় ৩০ জন আহত হয়েছে।”
অন্যদিকে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে যে, তাদের শান্তিপূর্ণ মিছিলে আগে থেকেই প্রস্তুত থাকা বিজেপি কর্মীরা হামলা চালায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, “বিজেপির ৩০-৪০ জনের মতো আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

ডেস্ক রিপোর্ট 



















