একই দিনে ভিন্ন ভিন্ন ইস্যুতে আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা।
রোববার (২ নভেম্বর) বেলা ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ও বটতলায় পালিত হয় পৃথক দুটি কর্মসূচি।
প্রথমে জুলাই আন্দোলনবিরোধী দুই শিক্ষক — মার্কেটিং বিভাগের মাজেদুল হক নয়ন ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, “৪ আগস্ট স্যার ক্যাম্পাসে ছিলেন না; নিরপেক্ষ তদন্ত চাই; মিথ্যার বিরুদ্ধে স্বচ্ছতা চাই; শিক্ষকের সম্মান ফিরিয়ে দাও।” তারা দাবি করেন, কোনো অভিযোগের প্রমাণ ছাড়াই শিক্ষকদ্বয়কে বহিষ্কার করা হয়েছে। “খুন, গুম, হত্যা বা গুরুতর অভিযোগ ছাড়া একজন শিক্ষককে বহিষ্কার করার যৌক্তিকতা নেই,” বলেন তারা।
অন্যদিকে, কিছুক্ষণ পরেই জুলাইবিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে বটতলা থেকে বিক্ষোভ মিছিল করেন অন্য একটি শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা, যাদের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীরাও ছিলেন।
মিছিলে তারা স্লোগান দেন, “জেগেছে রে, জেগেছে ছাত্রসমাজ”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” প্রভৃতি।
একই দিনে বিপরীত অবস্থানের দুটি আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ডেস্ক রিপোর্ট 

























