আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির একটি দায়িত্বশীল সূত্র আমার দেশ-কে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শিগগিরই এনসিপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলটির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা রাজধানীর বিভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমি ঢাকাতেই প্রার্থী হচ্ছি। আমাদের দল ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে। কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই তালিকা এ মাসের মধ্যেই প্রকাশ করা হবে।”

ডেস্ক রিপোর্ট 



















