বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের দুর্নীতিগ্রস্ত ও সহিংসতা সৃষ্টিকারী নেতাকর্মীদের বিষয়ে বিএনপি আপসহীন অবস্থানে রয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী জানান, সম্প্রতি ঢাকা, কুমিল্লা, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার কিছু নেতা-কর্মী জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, “দলের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “বিএনপি কোনো সন্ত্রাসী বা অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেবে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
দলের শৃঙ্খলা রক্ষা ও নেতাকর্মীদের মাঝে সৎ, জনবান্ধব রাজনীতির চর্চা বাড়াতে এই অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।