আগারগাঁও, ৪ নভেম্বর — নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন না পায় দলের সদস্যসচিব তারেক রহমান মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল চারটায় নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেন। নিজ ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
তারেক রহমান বলেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে ১ মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি; এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি — পরে সব ফাঁস হওয়ার পর স্থগিত করে।’ তিনি অভিযোগ করেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না; রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য হয়ে গেছে।’
তারেক আরও দাবি করেন যে, কেবল নিবন্ধনের ঘোষণা নয় — যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তিও চাই। তিনি সতর্ক করেন, দাবিগুলো মানা না হলে আমরণ অনশন জীবন-বিপন্ন পর্যায়ে পৌঁছাতে পারে।

ডেস্ক রিপোর্ট 



















