চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু (৫০) মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) সকালে ঢাকার ধানমন্ডিতে ছোট ভাইয়ের বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (৪ অক্টোবর) রাতের কোনো এক সময় তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে। রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন সকালে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চুয়াডাঙ্গা জেলাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।

ডেস্ক রিপোর্ট 



















