এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তিনি বলেন, “আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালানোর জন্য জটিলতা সৃষ্টিকারীদের অনেকগুলো বড় হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে।”
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর চতুর্থ দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন, “জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়াকে ঘিরে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে জটিলতা তৈরি করা হচ্ছে।”
যদি চাও, আমি আরও সংক্ষিপ্ত, সংবাদপত্রের মতো শিরোনাম এবং লিডসহ ভার্সনও বানিয়ে দিতে পারি।

ডেস্ক রিপোর্ট 



















