নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্য সচিব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশবাসীর সমর্থনে যদি তাঁর দল শীর্ষ দশে না উঠে— তাহলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন–এর প্রধান ফটকের সামনে দুই দিনের আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমজনতার দল বলতে গেলে জনগণের হৃদয়ে জায়গা করতে হবে। যদি আমরা জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশে না থাকি— তাহলে এমন রাজনৈতিক কার্যক্রমের অর্থ নেই।”
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা এনসিপির দলীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে দলকে পছন্দ করেনি। তিনি দাবি করেন, “আমরা নতুন দল, একেবারে নিচ থেকে শুরু করেছি। ইসির প্রায় সব শর্ত আমরা পূরণ করেছি, তবু নিবন্ধন দেওয়া হয়নি। ওপরে থেকে নির্দেশ এসেছে—আমজনতার দলকে নিবন্ধন দেওয়া যাবে না।”
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “উপদেষ্টা নির্বাচন করবেন না—কথা ছিল। তবে এখন দেখা যাচ্ছে তারা নিজেকে প্রার্থী করতে ও নতুন দল গঠনের উদ্যোগ নিচ্ছেন।” শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়মের কথাও উল্লেখ করে তিনি বলেন, “বই ছাপানোর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে, এজন্য আমাদের দলকে টার্গেট করা হচ্ছে।”
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “আমরা হয়তো বেশি ভোট পাব না, হয়তো জিতবও না। তবে সামান্য সমর্থন নিয়েই মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চাই।” অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি স্পষ্ট করে জানান, “আমরা অন্য দলে যাব না, নিজের দলেই থাকব।”
সংক্ষেপে, এনসিপি-র এই ঘোষণা তুলে ধরছে নতুন রাজনৈতিক স্বতন্ত্রতা ও নিজের দল, নিজের রূপরেখায় এগিয়ে চলার প্রতিশ্রুতি। সময়ই বলবে, উক্ত ‘শীর্ষ দশ’-দায়িত্বে তারা পার্লে উঠতে পারবেন কি না।

ডেস্ক রিপোর্ট 



















