চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য বাজারে বোরকা পরা ব্যক্তিদের গুলিতে মো. সেলিম (৪২) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে কদলপুর ইউনিয়নের ঈশানভক্ত হাট এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এবং দলটির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বোরকা পরা চার ব্যক্তি অটোরিকশায় করে হাটে আসে। তারা সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ সেলিম ঘটনাস্থলেই মারা যান।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। বোরকা পরা চার হামলাকারী অটোরিকশা ব্যবহার করেছিল—এমন তথ্য আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি।”
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনে রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।