জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ভোট গণনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি ও এনএসসি কোটা মিলিয়ে মোট ২৫ জন পরিচালকও নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকার সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচনের ফলাফলকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা… অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ; আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’

ডেস্ক রিপোর্ট 

























