কন্নড় সিনেমার পরিচিত মুখ হরিশ রাই বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৫৫ বছর বয়সে থাইরয়েড ক্যানসারের সঙ্গে এক বছরের দীর্ঘ লড়াই শেষে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, ক্যানসার পেটসহ শরীরের নানা অঙ্গে ছড়িয়ে পড়ে তার জীবন শেষ করে। নিয়মিত কেমোথেরাপি ও পালিয়েটিভ কেয়ারেও অবনতির পথ ঠেকানো যায়নি।
‘ওম’ ও ‘কেজিএফ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকের মনে বিশেষ স্থান করে নিয়েছিলেন হরিশ। তিন দশকের ক্যারিয়ারে তিনি কখনও খলনায়ক, কখনও সহ-নায়ক, তবে সবসময়ই শক্ত উপস্থিতি বজায় রেখেছিলেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোধিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীথা, স্বয়ংবর ও নল্লা।
অসুস্থতার মাঝেও হরিশ চিকিৎসার ব্যয় ও কষ্ট প্রকাশ্যে তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, একটি ইনজেকশনের দাম ৩ লাখ ৫৫ হাজার রুপি, প্রতি ৬৩ দিনে তিনটি ইনজেকশন নেওয়া লাগত, যা এক সাইকেলে প্রায় ১০.৫ লাখ রুপি পড়ত। পুরো চিকিৎসার খরচ দাঁড়িয়েছিল প্রায় ৭০ লাখ রুপি।
সহ-অভিনেতা যশের সহায়তার প্রসঙ্গও তিনি তুলেছিলেন, তবে বলেছিলেন—“একজন মানুষ কতটুকু করতে পারে?”
কন্নড়, তামিল ও তেলুগু সিনেমায় অগণিত চরিত্রকে জীবন্ত করে রেখে গেলেন হরিশ রাই। আজ পর্দা নামল তার জীবনের, কিন্তু তার স্মৃতি চিরকাল জীবন্ত থাকবে।

ডেস্ক রিপোর্ট 

























