গত ৪ অক্টোবর (শনিবার) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দেশের নির্বাচিত মুফাসসির ও ইসলামি চিন্তাবিদদের সঙ্গে এক স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। আলোচনায় তিনি তুলে ধরেন জীবনের এক অনন্য অধ্যায়—যে মুহূর্তে তিনি সরকারি চাকরি ছেড়ে দাওয়াত ও সংগঠনের ময়দানে আত্মনিয়োগের সিদ্ধান্ত নেন।
ড. শফিকুর রহমান বলেন, “সরকারি চাকরির পোস্টিং হয়েছিল সুনামগঞ্জের একটি সরকারি হাসপাতালে ডাক্তার হিসেবে। চাকরিতে ছিলাম মাত্র এক বছর তিন মাস। হঠাৎ সিলেট থেকে টেলিফোন এলো—আগামীকাল সকাল সাড়ে দশটায় সিলেট জামায়াতে ইসলামীর অফিসে থাকতে হবে। নৌকা আর রিকশায় করে সুনামগঞ্জ থেকে সিলেট পৌঁছাতে গিয়ে দেখি মিটিং শেষ। কিন্তু আমি পৌঁছাতেই দায়িত্বশীলরা আবার বসেন। তারা জানালেন—আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি সিলেটে চলে আসবেন।”
তিনি বলেন, “আমি আর কিছু বুঝতে সময় নিলাম না, শুধু বলেছিলাম—আমাকে ৩০ মিনিট সময় দিন।”
সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার জীবনের নতুন দাওয়াতি পথচলা।

ডেস্ক রিপোর্ট 



















