আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ৬ বছর পূর্ণ হচ্ছে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর হাতে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
আবরার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন এবং শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। হত্যাকাণ্ডের রাতেই তার লাশ হলের সিঁড়ির করিডোর থেকে উদ্ধার করা হয়। হত্যার পেছনে কারণ হিসেবে বলা হয়, ২০১৯ সালের ৫ অক্টোবর আবরারের একটি ফেসবুক স্ট্যাটাস।
হত্যাকাণ্ডের পর তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সরকার ও বিভিন্ন সংগঠন আবরারের স্মরণে নানা কর্মসূচি আয়োজন করেছে।
আপনি চাইলে আমি এটিকে আরও সংক্ষিপ্ত করে নিউজের হেডলাইনসহ “সংবাদ আকারে” বানিয়ে দিতে পারি, যেন সরাসরি পত্রিকায় ব্যবহার করা যায়। সেটা কি করব?

ডেস্ক রিপোর্ট 






















