তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করেছে। তার ত্যাগ বৃথা যায়নি, বরং শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন মত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়েছে, যা শিক্ষার্থীরা কাজে লাগিয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদত-বার্ষিকী উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
মাহফুজ আলম বলেন, বিগত সরকারের ১৬ বছরের শাসনকালে আবরারের মতো হাজার হাজার শিক্ষার্থী নিপীড়নের শিকার হয়েছেন। প্রক্টর ও প্রভোস্ট শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং কারাগারে ভিন্ন মতের শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকেও শিবিরের নামে শিক্ষার্থীদের বের করা হতো।
তিনি আরও বলেন, আবরার ফাহাদের শাহাদতের গভীর তাৎপর্য রয়েছে এবং তা অনুধাবন করার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। মাহফুজ আলম বলেন, “শেখ হাসিনা যে ভুল করেছেন, আমরা সেই ভুল করতে চাই না। ফ্যাসিজম যে প্রক্রিয়ায় তৈরি হয়, আমরা সেই প্রক্রিয়ায় ঢুকতে চাই না।”

ডেস্ক রিপোর্ট 





















