গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুরুতে কারাবাসের কষ্ট ও মন খারাপের কথা প্রায়ই আদালতে গণমাধ্যমকে জানাতেন তিনি। তবে এখন আর মন খারাপ হয় না—কারাগারের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছেন পলক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটে অংশ নিতে চান বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) সকালে ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
পরে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। প্রত্যেকের মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, “সব কিছুরই শেষ আছে।”
এক সাংবাদিক প্রশ্ন করেন, “সামনে তো নির্বাচন, আপনি কি অংশ নেবেন?” উত্তরে পলক ‘হ্যাঁ’ সূচক মাথা নাড়েন এবং পুনরায় বলেন, “সব কিছুরই শেষ আছে।”
এরপর পুলিশ তাদের ঢাকার সিএমএম আদালতের পঞ্চম তলার এজলাসে নিয়ে যায় এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেখানে পুলিশ সদস্যরা তাদের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেন।

ডেস্ক রিপোর্ট 



















